সিরাজগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ গেইটের ও বঙ্গমাতা ফজিলাতুনেছা মুজিব ছাত্রী নিবাস উদ্বোধন ও আলোচনাসভায় -এমপি,মুন্না।
আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম শীর্ষ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত দক্ষিণ গেইট ও শেখ ফজিলাতুনেছা মুজিব ছাত্রীনিবাস শুভ উদ্বোধন করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টা গেইটের ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ছাত্রী নিবাসের উদ্বোধন শেষে কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৬৩ সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের এমপি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাতমুন্না। সভার সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম.মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ সদর উপজেলার ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠতম চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন,সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ কে.এম.হোসেন আলী হাসান,প্রবীণনেতা সাবেক পৌর আঃলীগের সভাপতি গাজী আলহাজ্ব মোঃ ইসহাক আলী, সিরাজগঞ্জ সরকারি ককলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর টি,এম, সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ মুন্না। এসময় উপস্হিত ছিলেন,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাহেনা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সোলেয়ামান হোসেন।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজ,মেরিন একাডেমী, শহর রক্ষার জন্য যমুনানদীর তীরে ৪ টি ক্রসবাধ নির্মাণ, শহরে ২৩ কোটি টাকা ব্যয়ে কাটাখালি খনন, ১৯কোটি টাকা ব্যয়ে ৩টি পানির ট্যাং নির্মাণ,সদর ও কামারখন্দ উপজেলার রাস্তা,ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য নতুন ভবন নির্মাণ, সয়দবাদে ৪ শত একর জায়গায় শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে সরকার সিরাজগঞ্জকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছেন। সিরাজগঞ্জ সরকারি কলেজ আরেকটি করা হবে এবং আগামিতে কলেজ ছাত্র সংসদ ও হবে বলে জানান।
তিনি আরো বলেন,উন্নয়নের স্বার্থে মানুষের ভাগ্যর পরিবর্তনের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় কলেজের শিক্ষকরা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন এবং অনুষ্ঠানের শুরুতে কলেজে বিএনসিসি ও স্কাউট দল প্রধান অতিথিকে গার্ড অব অর্নার কুচকাওয়াজ প্রদর্শন করেন ।