সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর পল্লীসমাজের উদোগে পুরুষ এবংযবুদের নিয়ে পরামর্শ সভা।

 

নিজস্ব প্রতিবেদক ঃ

আজ ২৬ শেই জানুয়ারি ২০২২ ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আওতায় সায়দাবাদ ইউনিয়নের ৩৬ নং চরসারটিয়া পল্লীসমাজের উদোগে পুরুষ এবং যুবদের সম্পৃক্ত করে ম্যান এ্যান্ড বয়েজ কনসালটেশন অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পরিবারে দৈনন্দিন কাজে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে নারীর অংশগ্রহন বৃদ্ধি পরিবারের সম্পদ ব্যবস্থাপনায় নারীদের যুক্ত করা এবং বড় ধরনের কেনাকাটার নারীদের অংশগ্রহন বৃদ্ধি করার এ কনসালটেশনের উদ্দেশ্য। উক্ত পরামর্শ সভা উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা, সার্বিক সহযোগিতা করেন পল্লীসমাজ সভাপ্রধান উর্মিরানী।