সিরাজগঞ্জ সদর উপজেলা ব্র্যাকের পল্লীসমাজ পূর্ণগঠন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে নারী -পুরুষ এবং কিশোর -কিশোরীদের সমতার লক্ষ্য ব্র্যাকের ৮নং গূনেরগাতি পল্লীসমাজ গঠন করা হয়েছে।
আজ ১৯জুলাই ২০২২ ইং তারিখে বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে অনুষ্ঠানের সভাপ্রধান ও ইউপি সদস্য সাহিদা খাতুনের সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলা গুনেরগাতি গ্রামে ব্র্যাকের পল্লীসমাজ পূর্ণগঠন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা
সিরাজগঞ্জ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারি মো: রইচ উদ্দিন, এসোসিয়েট অফিসার মো: মাসুদ রানা
উক্ত অনুষ্ঠানের লক্ষ্য ছিল নারী -পুরুষ, এবং কিশোর -কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে সহিংসতামুক্ত পরিবার গঠন এবং সমাজে নারীর প্রতি সহিংসতা হ্রাসকরণ।
২০ জন নারী, ২০ জন পুরুষ ও ২০ জন কিশোর কিশোরীসহ মোট ৬০ জনকে নিয়ে এ পল্লী সমাজ গঠন করা হয়।