সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা ব্র‍্যাকের পল্লীসমাজ পূর্ণগঠন করা হয়

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে নারী -পুরুষ এবং কিশোর -কিশোরীদের সমতার লক্ষ্য ব্র‍্যাকের ৩নং জামুয়া পল্লীসমাজ গঠন করা হয়।

অনুষ্ঠানের লক্ষ্য ছিল নারী -পুরুষ, এবং কিশোর -কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে সহিংসতামুক্ত পরিবার গঠন এবং সমাজে নারীর প্রতি সহিংসতা হ্রাসকরণ। আজ ৩০ জুলাই ২০২২ তারিখে সিরাজগঞ্জ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনে ২০ জন নারী, ২০ জন পুরুষ ও ২০ জন কিশোর কিশোরীসহ মোট ৬০ জনকে নিয়ে এ পল্লী সমাজ গঠন করা হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ব‍্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম‍্যানেজার ( ফিল্ড অপারেশনস) পলাশ কুমার ঘোষ, আরও উপস্থিত ছিলেন ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার সুফিয়া বেগম, ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, এসোসিয়েট অফিসার মাসুদ রানা।