সিরাজগঞ্জ সদর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় সামাজিক ক্ষততায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ) ব্র্যাক সিরাজগঞ্জের সদর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসান।
প্রধান অতিথি তিনি বলেন, প্রান্তিক নারী ও শিশুদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে সুবিচার এবং সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক সম্পর্কের টেকসই পরিবর্তন আনা। এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি উদ্দেশ্য হলো প্রথমে সিদ্ধান্ত গ্রহণের সমানভাবে অংশগ্রহণ এবং সহিংসতা, বৈষম্য ও শোষণ রােধে প্রান্তিক নারী ও শিশুদের মধ্যে পৃথকও সম্মিলিত সংস্থা গড়ে তোলা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আপনিও সামাজিক সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি করা। এবং বৈষম্যমূলক সামাজিক নিয়ম পরিবর্তনের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ করা। #বাল্যবিবাহের ঝুকিতে থাকা কিশোরীদের তথ্য উপাত্ত ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ এবং ফলোআপ মেকানিজম তৈরী করা যাতে এই কিশোরীদের বাল্যবিয়ে না হয়।# কমিউনিটি পর্যায়ের কাজগুলোকে আরো সফল ভাবে এগিয়ে নিতে উপজেলা কমিটি সহায়তায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রচারণা চালানো ও তথ্য প্রচার করা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটি সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা আল আশরাফ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদুর রহমান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহা বিনতে রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমা আক্তার, সদর থানা পুলিশ পরিদর্শক অপারেশন সুমন চন্দ্র দাস, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার গোলাম মওলা, ৫ নং খোকসা বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন,
উক্ত সভাটি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ডেপুটি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা,