সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা বাল‍্যবিয়ে প্রতিরোধে তথ্যকার্ড বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক ঃ

আজ ২৫/০৮/২২ ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলা ৯ নং চকশিয়ালকোল পল্লীসমাজের আয়োজনে বাল‍্যবিয়ে তথ্যকার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজানুর দিপু, তার বক্তব্য বলেন বাল‍্যবিয়ের কারণে কিশোরীরাই বেশি ঝুঁকিতে রয়েছেন সকল কিশোরী ও অভিভাবকদের বাল‍্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন এবং সকলে বাল‍্যবিয়েকে না বলুন, সদর থানার অপারেশন এস আই মো:মানিক উদ্দিন বলেন আমরা সবসময় তোমাদের সাথে আছি এবং বাল‍্যবিয়ের কোন ঘটনা ঘটলে জাতীয় হটলাইন ১০৯/ ৯৯৯ নম্বরে ফোন করবেন, ইউপি সদস্য আ: ছালাম, সহকারি শিক্ষিকা নুরজাহান, এ‍্যাড রুহুল আমিন জুয়েল মিটিং পরিচালনা করেন ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এসোসিয়েট অফিসার মো:মাসুদ রানা