সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌর আ.লীগের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন

সিরাজগঞ্জ: 

সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।শনিবার (২৬ জুন) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় এসব কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামছুজ্জামান আলো এ তথ্য নিশ্চিত করে জানান, সংগঠনের সম্মেলনকে ত্বরান্বিত করতে আব্দুস সাত্তার শিকদারকে আহবায়ক করে সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। শীঘ্রই জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন। অপরদিকে আসাদ উদ্দিন পবলুকে আহবায়ক ও দানিউল হক মোল্লাকে সদস্য সচিব করে পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার উপর এ দুটি ইউনিটের কর্মকান্ড না থাকায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নির্দেশে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। তিনি বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দ্রুত সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, সাত্তার শিকদার সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে এবং আসাদ উদ্দিন পবলু পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং দানিউল হক মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।