সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা নবনির্মিত কমপ্লেক্স হস্তান্তর ও মতবিনিময় সভা।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের গৌরব গর্ব হল মুক্তিযোদ্ধারা তাদের জন্য সিরাজগঞ্জ শহরের প্রানকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জাসড়কের পাশে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিতকমপ্লেক্স পাকা ভবনটি বুধবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেছেন।

হস্তান্তর ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান।
হস্তান্তর মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে,এম হোসেন অালী হাসান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, জেলামুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গাজী শফিকুলইসলাম,আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, গাজী সোরহাব আলী,সিরাজগঞ্জ সদর থানার সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান ফজলু , সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।

প্রধান অতিথি জেলাপ্রশাসক বলেন, এ নব নির্মিত পাকা ভবনটির খুব যত্ন নিয়ে সুন্দর করে রাখবেন, ভালো পরিবেশের, ভালো প্রতিষ্ঠানকে নীচতলার রুম গুলো ভাড়া দিতে হবে। ভাড়ার আয়-ব্যয় ভবিষ্যত উন্নয়নের জন্য সঞ্চয় করে হ ফান্ড তৈরী করতে হবে, আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর হবে । আপাতত এখানে খন্ড কালীন হিসাবে কয়েক জনকে নিয়োগ দিতে হবে। তিনি আরো বলেন, আর মাত্র কয়েক দিন পরই বিজয় দিবস পালন করার ব্যাপক প্রস্তুুতি চলছে। এবার মহান বিজয় দিবস আনন্দ উৎসব মুখর পরিবেশে পালন হবে। ১৬ ডিসেম্বরমহান বিজয় দিবসের অবদানজাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এদেশের মুক্তিযোদ্ধা, ওদেশপ্রেমিক সকল মানুষের। এবার বিজয় দিবসটি শহীদ শামসুদ্দীনস্টেডিয়াম মাঠে কুজকাওয়াজ শেষে সকল অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে।