সিরাজগঞ্জ সদরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই এর বীজ ও সার বিতরণ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরে প্রণোদনা কর্মসুচীর আওতায় খরিপ-২/২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২০১৯) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে, সদর উপজেলার কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে, ওই কৃষি প্রণোদনার উপকরন গুলো বিতরণের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর (দিপু), মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা কৃষক লীগের সভাপতি খন্দকার রফি আহমেদ মাস্টার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী ।
অনুষ্ঠানে, প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক বন্যায় জেলায় কৃষিতে যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার প্রদানের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ধরনের ফসলের প্রণোদনা পর্যায় ক্রমে প্রদান করা হবে। যথাযথভাবে বাস্তবায়ন করে ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে আহবান জানান। প্রথম ধাপে প্রণোদনা কর্মসুচীর আওতায় ৩০০ জন কৃষকের মাঝে মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য মাসকলাই বীজ ৫ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি পাবেন।