শাহজাদপুর

সিরাজগঞ্জ শাহজাদপুরের ৪টি ইউনিয়ন লক ডাউন ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার   উপজেলার ৪ টি ইউনিয়নকে (লকডাউন) অবরুদ্ধ ঘোষনা করেছে শাহজাদপুর  উপজেলা প্রশাসক।

 শুক্রবার (১০ এপ্রিল)  বিকেলে  উপজেলার গালা, পোরজনা, হাবিবুল্লাহহ নগর ও কৈজুুুরী  এই ৪টি ইউনিয়নকে (লকডাউন) অবরুদ্ধ   ঘোষনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএন ও)  মোঃ শামসুজ্জোহা । তিনি জানান, করোনাভাইরাস (কোভিড-১৯)  সংক্রামক ঝুঁকি মোকাবেলায় গালা,পোরজনা, হাবিবুল্লাহ নগর ও কৈজুরি ইউনিয়নে ঢাকা- নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস কর্মী/শ্রমিক ওঅন্যান্য পেশার মানুষ সড়ক  ও নৌপথে আগমন করায় করোনাভাইরাস  নিয়ন্ত্রণ  ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভায় সিদ্ধান্ত  ও উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাদ পুরের সুুপারিশ ক্রমে ও সংশ্লিষ্ট  সকলের সাথে আলোচনাক্রমে   লকডাউন অবরুদ্ধ ঘোষণা করা হয়।   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত চারটি ইউনিয়নে প্রবেশ ও বর্হিগমন সম্পূর্নভাবে নিষিদ্ধ থাকবে বলে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।