সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালের স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নেতৃবৃন্দের উদ্যোগে কর্মচারীদের বকেয়া বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ( ৬ নভেম্বর) সকাল ৯ টায় স্বাধীনতা আউটসোসিং কল্যাণ পরিষদের আয়োজনে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাঙ্গনে আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতন পাওয়ার দাবিতে মানববন্ধনে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মেরাজ রানা এর সভাপতিত্বে শুরু হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে, বক্তব্য রাখেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সিরাজগন্জ জেলা শাখার সহ-সভাপতি গোবিন্দ কুমার, সাদিয়া সুলতানা, শান্ত তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এরফান আহমেদ সহ আউটসোর্সিংয়ে কর্মরত বিভিন্ন কর্মচারীগণ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীগণ নামে মাত্র আর্থিক সুবিধা পায়। বর্তমান বাজারের সাথে সমন্বয় করে মানবেতর জীবনযাপন করছে। তারপরও দীর্ঘ পাঁচ/ছয় মাস তাদের বেতন আটকে আছে। আটকে থাকা তাদের বকেয়া বেতন আদায়ের দাবি জানান। অনতিবিলম্বে তাদের বকেয়া বেতন আদায় না হলে কর্ম বিরতির হুশিয়ারী দেন এবং ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান রেখে সরকারের নিকট নীতিমালা প্রণয়নের দাবি জানান। পরবর্তীতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠানের পরিচালকের দ্রুত সময়ের মধ্যেই বেতন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে নেতারা মানব বন্ধন কর্মসূচি স্থগিত করেন।