সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরের ক্ষুদে নৃত্য শিল্পী অনুষ্কার চমৎকার নৃত্য প্রর্দশন উজ্জ্বল সম্ভাবনা

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়স্ক নিউ ত্রিবেনী গোল্ড প্লেস জুয়েলার্স এর স্বত্বাধিকারী প্রদীপ রায়ের শিশুকন্যা অনুষ্কা রায় ( ৬) সে চমৎকার নৃত্য প্রদর্শন করছেন। সে শহরের শাহিন স্কুল এন্ড কলেজের ক্লাস ওয়ানের শিক্ষার্থী। তাঁর নৃত্য শিক্ষক তৌহিদ ও আনন্দের কাছ থেকে প্রশিক্ষন নিয়েছেন। সে ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য প্রর্দশন করে বেশ সুনাম অর্জন করছেন। সিরাজগঞ্জ বাসী অনেকেই বলছেন, তার ভবিষ্যত উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

সে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করলে নিশ্চত সাফল্যতা অর্জন করবে বলে আশাবাদী। অনুষ্কা রায়ের মা পিংকী রায় জানান, সে পড়াশুনা বেশ মনোযোগী ও সংগীতে ও সে ভালো করছে। রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জের সংগীত শিক্ষক ভরত ওমন্টু অনুষ্কা রায়কে সংগীত শিক্ষা দিচ্ছেন বলেজানা যায়।