সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ আহরণরত অবস্থায় ৯ জেলেকে হাতেনাতে গ্রেফতার করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ অক্টোবর) ভোর হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে মা ইলিশের প্রজনন রক্ষায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ এর ৬ষ্ঠ দিনে যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন,
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জ সহযোগিতায়।

এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৯ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় আটককৃতদের নিকট হতে ৩ কেজি ইলিশ মাছ উদ্ধার করা সহ ১ লক্ষ ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং উদ্ধারকৃত ইলিশ মাছ গরীবদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত অভিযানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের অফিসার ইন চার্জ মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর টিম।