সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মুজিব সড়কে বাসের ধাক্কায় ট্রান্সফরমার সহ বিদ্যুৎ খুটি ভেঙে পড়ে ।

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ শহরের প্রান কেন্দ্র মুজিব সড়কে ইউনাইটেড এর একটি বাসের ধাক্কায় ট্রেনাসমিটার বিস্ফোরণ ও বিদ্যুৎ সংযোগ বন্ধের খবর পাওয়া যায়।

আজ রাত ২১-০৬-১৯(শুক্রবার) আনুমানিক ভোর ৪টা সময় মুজিব সড়কের মুক্তা প্লাজার মোড়ে অবস্থিত ট্রেনাসমিটার সহ বিশাল দুটি বিদ্যুৎ খুটিতে ইউনাইটেডেের একটি বাস সজোরে ধাক্কা দিলে বিদ্যুৎ খুটি সহ ট্রেনাসমিটার সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।এর কারণে শহরের অধিকাংশ জায়গাতে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও বিদুৎ বিভাগের কর্মকর্তারা পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এতে করে যেমন যান যটের সৃষ্টি হয়েছে তেমনি দুঃসহ গরমে মানুষ অতিষ্ঠ।

তবে এই দুর্ঘটনায় কোনো প্রানহানী বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে যতো দ্রুত সম্ভব পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।