সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মাদক মুক্ত করার লক্ষে বিভিন্ন স্হানে পথসভা।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন স্হানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে-২০১৯) বেলা ১১টার থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর আয়োজনে শহরের চৌরাস্তা মোড়, বাজার স্টেশন, কাজিপুর মোড়, রেলগেট, মাহমুদপুরসহ বিভিন্ন স্থানে মাদককে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক প্রতিরোধ ও জনসচেনতামূলক প্রচার করা হয়। পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন। এসময় বক্তারা বলেন, আসুন আমরা সবাই মিলে সিরাজগঞ্জকে মাদকমুক্ত করি। বক্তারা আরো বলেন, আগামী ১লা জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদক মুক্ত ঘোষণা করবেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। পথসভায় সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিভিন্ন মাদক প্রতিরোধ ও জনসচেনতা মূলক প্রচার লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও পথসভায় বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভাগুলো পরিচালনা করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর কর্মকর্তা তাজ উদ্দিন।