বেলকুচি

সিরাজগঞ্জ বেলকুচিতে গাজা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজের ফাদে নিজেই ধরা

আবির হোসাইন শাহিন:

সিরাজগঞ্জ বেলকুচিতে গাজা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজের ফাদে নিজেই ধরা খেয়েছে রবিউল ইসলাম রবি নামের এক যুবক।ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামে আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে নুরু ইসলামকে গাজা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজে ফাদে নিজেই ধরা পড়েছে চর নবিপুর গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম রবি।অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর সুত্রমতে নুরু দোকানের সামনে সামনে গাজা লুকিয়ে রেখে নুরুকে ফাঁসানোর চেষ্টা করে।কিন্তু এলাকাবাসী বিষয়টি জানার পর প্রশাসনের কাছ থেকে নুরুকে ছাড়িয়ে রাখে।অভিযুক্তকারিকে পুলিশে সপদ করে। নুরু দাবি করে আমাকে যে ফাঁসানোর চেষ্টা করছে তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।নুরুর ব্যাপারে আশেপাশের দোকানদার জানায় নুরু এধরনের ছেলেই না সে দিঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছিল। বেলকুচি থানার অফিসার ইনচাজ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছি বাজারে এক দোকানের ভিতর গাজা বিক্রির সন্ধান পাই কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়।যে ফাঁসানোর চেষ্টা করে তার কাছ থেকে ৪০ গ্রাম গাজা সহ আটক করেছি।