সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ বাগবাটিতে অবৈধ ভাবে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করার দায়ে অর্থদন্ড ।

আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পশ্চিম গাড়ুদহ নামক স্থানে – অবৈধভাবে ফসলী জমির মাটি এক ভূমি দুস্যে উত্তোলন করে বিক্রি করে আসছিল।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯ টার দিকে- এক গোপন সংবাদের ভিত্তিতে – সিরাজগঞ্জ সদরের সহকারি কমিশনার ভূমি মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি বোঝাইকৃত একটি ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ট্রাকটিকে ধাওয়া করলে ট্রাক চালকসহ অন্যান্যরা পালিয়ে যান। মোবাইল কোর্ট পরিচালনা করে মনিরুল ইসলাম নামক জনৈক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী (পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে।