সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ‌ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাফল্যে অ‌বহিত করন সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ‌ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাফল্যে অ‌বহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে পৃথকভাবে ধানবান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুমুখী উচ্চ বিদ্যালয় গৌরবময় স্মৃতিচারণ করে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে ঐতিহ্যবাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং পরিবেশ ও অত্যন্ত সুন্দর এ ছাড়াও গত বছরে এসএসসি পরীক্ষায় ১২ জন এ প্লাস প্রাপ্ত হয়েছে। তাই আপনার সন্তানকে সুশিক্ষিত করে তুলতে এই স্কুলের ভর্তি করারও আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ধানবা‌ন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহানা সুলতানা খান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম, সদস্য মনিরুল হক, সুজন সরকার, ম‌নির হোসেন মুন্না সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।