সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ফেসবুকটিমের মেছড়া ও কাওয়াকোলা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের অন্যতম মানবতা দরদী সংগঠন “সিরাজগঞ্জ ফেসবুক টিম “এর আয়োজনে, শীতার্থ গরীব অসহায় মানুষের মাঝে ৫১০পিস কম্বল, ২০০টি টুপি,১’শত শীতের অন্যান্য পোষাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর’১৮) দিনব্যাপী সিরাজগঞ্জের যমুনানদী পাড়ি দিয়ে সদর উপজেলার মেছড়া ও কাওয়াখোলা ইউনিয়নের কয়েকটি স্হানে গরীব ও অসহায় চরবাসীর মাঝে উক্ত শীত বস্ত্র বিতরন করেছে। সিরাজগঞ্জের ফেসবুক টিমের নেতা কুুরত-ই-এলাহী দুলাল, মামুন বিশ্বাস, আদনান মুক্তা,এস.এম শহীদুল্লাহ কায়সার লিটন,রেজওয়ান,তানিমতূর্য,সাজিদমুন,তারেক হাসান, জাকিরুলইসলাম শাহিন, সজীব খান রিগান,সাদাফ মোস্তফা, জিল্লুর তালুকদার প্রমুখ। উদীয়মান এসব যুবকেরা প্রতিবছর দেশের এবং সিরাজগঞ্জের করর্পোট ও আর্থিক কিছু প্রতিষ্ঠান, বিত্তবানদের কাছ থেকে নিয়ে

শীতবস্ত্র সহ অন্যান্য সহযোগিতা ও মানুষের কল্যানের জন্য তারা নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়।