সিরাজগঞ্জ প্রেসক্লাবে ওয়াইফাই সংযোগ উদ্বোধনে জেলা পরিষদ চেয়ারম্যান
আজিজুর রহমান মুন্না:
রবিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের চতুর্থতলা ও প্রেসক্লাবে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। পরে তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস প্রেস উপস্থিত হলে ক্লাব কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন। এওতে প্রধান অতিথি আব্দুল রতিফ বিশ্বাস সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেছেন- সাংবাদিকেরা নিজেদের সুখ না খুঁজে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সমাজ তথা রাষ্ট্রকে সচেতন করে তোলেন। সেই সাংবাদিকদের জন্য কিছু করতে পারাটা অবশ্যই আনন্দের। সিরাজগঞ্জ প্রেসক্লাবের অবকাঠামো নির্মাণে জেলা পরিষদের আর্থিক সহযোগিতা দিতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই প্রধান অতিথি। আগামী দিনেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, ফেরদৌস রবীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সুকান্ত সেন, ক্রীড়া সম্পাদক দিলীপ গৌড়, দফতর সম্পাদক জহুরুল ইসলাম এছাড়াও স্বপন চন্দ্র দাস, সুজন সরকার, ইউসুফ দেওয়ান রাজু, আলমগীর হোসেন, রিফাত রহমান প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পৌর প্যানেল মেয়র রুমানা রেশমা, কাউন্সিলর নাছিমা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইসরাইল হোসেন বাবু।