সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস রবিনের জন্মদিন পালন।
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিনের ৫৬ তম জন্ম দিন পালন করেছে সিরাজগঞ্জ প্রেস ক্লাব। মঙ্গলবার রাত ৮ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে এ দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন, কার্যকারী সদস্য মো: ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হিরক গুণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, ডিবিসির জেলা প্রতিনিধি রিফাত রহমান, ভোরের ডাকের জেলা প্রতিনিধি মৌওলানা নজরুল ইসলাম, বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সদর থানার এসআই আলী জাহানসহ আরো অনেকে। সাংবাদিক ফেরদৌস রবিনের জন্মদিনে উপস্থিত সকলে তারা সু-স্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করেন ।