সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোস্তফার হত্যার প্রতিবাদে এবং খুনি সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌরএলাকার ৭ নংওয়ার্ড আওয়ামী যুব লীগের সভাপতি গোলাম মোস্তফা গত বুধবার সকালে সন্ত্রাসী কর্তৃক নৃশংসভাবে নিহত হন।
এরই প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার, দ্রুুত বিচার ও শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তার নাজমুল চত্বরে
মানববদ্ধন করেছেন আওয়ামীলীগ, যুব লীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সাধারণ জনগন। এতে নেতৃত্বদেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
ও সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।