সিরাজগঞ্জ পৌর শহরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মাসুদ রেজা, নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সবুজ মন্ডল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আটক সবুজ মন্ডল পাবনা জেলার ফরিদপুর গ্রামের মোঃ মিন্টু মন্ডলের ছেলে।
ওসি জানান,আজ ভোর রাতে গোপন সংবাদের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে টিম সদর থানার এসআই শাহিন মিয়া, এসআই মোঃ ইব্রাহিম, এসআই সৌমিক ইসলাম, এসআই দানিউল এএসআই মহুবার রহমান, এএসআই হোসেন সঙ্গীয় ফোর্স শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী সবুজ মন্ডলকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম সদর থানার অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।