সিরাজগঞ্জ পৌর এলাকার একডালায় এক গৃহবধূর লাশ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের পৌর এলাকায় সালমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর এলাকার একডালা পশ্চিম পাড়া মহল্লার আব্দুল মালেকের স্ত্রী ও দুই সন্তানের জননী। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, গতকাল বৃহস্পতিবার পাশের বাড়ির মাজেদা খাতুনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা কাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়টি নিয়ে সালমা খাতুনের স্বামী আব্দুল মালেক তাকে ওই রাতে মারধর করে। এরই জের ধরে আজ শুক্রবার সকালে সালমা গ্যাসের ট্যাবলেট পান করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বগুড়ায় নিয়ে যাওয়ার পরার্মশ দেন। বগুড়ায় নেওয়ার পথে মধ্যই দুপুরে মৃত্যু হয়। পুলিশ বিকেলে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।