সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক গরীব, দুঃস্হদের মাঝে টেউটিন ও নগত অর্থ বিতরণ ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক গরীব, দুঃস্হ ও অসহায় মাুনষদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ মঙ্গলবার (১৫ জানুয়ারি-২০১৯) সকালে পৌরসভায় বিতরণ করা হয়েছে। বিতরণ করেন, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। বিতরন করেছেন ৩৫ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ ১ লক্ষ ৫ হাজার টাকা। পৌর এলাকার প্রায় ৬০ জন গরীব, দুঃস্হ অসহায় সম্বলহীন মানুষেরা এ ত্রান পেয়ে খুশিতে আত্নহারা হন। ঢেউটিন ও নগদ অর্থ বিতরন কালে উপস্হিত ছিলেন,পৌরসভার সচিব লুৎফর রহমান, মেডিক্যাল অফিসার ফরহাদ হোসাইন, শহর পরিকল্পনাবিদ আনিসুর রহমান, পৌরপ্যানেল মেয়র -(২) গোলাম মোস্তফা, প্যানেল মেয়র-(৩)রুমানা রেশমা, পৌর কাউন্সিলর নাছিমা বেগম, সালমা খাতুন (বিএ) , ইয়ার আলী,শাহাদত হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।