সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির (TLCC) এর ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক সভা পৌরসভার সভা কক্ষের অনুষ্ঠিত হয়।

উক্ত বাজেট বিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, যুগ্ন -সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, প্যানেল মেয়র ১. নুরুল হক, ২. প্যানেল মেয়র রিয়াদ রহমান, ৩.মহিলা প্যানেল মেয়র শিখা খাতুন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক আবদুল মজিদ সরকার প্রমূখ। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ ও ইলেকট্নিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।