সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার সার্ধ শত বছর পুর্তি উৎসব উদযাপনে দুই দিন ব্যাপী কর্মসুচি ।

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জ ॥

সিরাজগঞ্জ পৌরসভার সার্ধ শত বছর (১৫০ বছর) পুর্তি উৎসব উদযাপনে দুই দিন ব্যাপী ভালবাসার ফুলে ফুলে সাজানো হয়েছে নানা কর্মসুচি । ৩১ মার্চ সকালে পৌর নাগরিকদের সমন্বয়ে আনন্দ র‌্যালী বের করা হবে। এদিন বিকেলে গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, পানি সম্পাদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস,জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এবং পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষের দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন, কন্ঠ শিল্পী আতিক হাসান গান গাইবেন। পৌর নাগরিকদের নাগরিক সুবিধা গ্রহণে আগ্রহ সৃষ্টি ও বিনোদন সুবিধা দিতে দুই দিন ব্যাপী এই কর্মসুচি হাতে নেয়া হয়েছে বলে পৌর পিতা সৈয়দ আব্দুর রউফ মুক্তা জানান। এ জন্য শহরের রাস্তাঘাট, গাছপালা,বাড়িঘর রঙ তুলির আছরে সাজিয়ে তোলা হচ্ছে। শহরময় আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।