সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি নতুন রুপে শুভ উদ্বোধন করলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জের প্রাচীনতম ১৮৮২ সনে স্থাপিত ঐতিহ্যবাহী পুরতন লাইব্রেরি বর্তমানে নতুন রুপে সংস্কারকৃত লাইব্রেরির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ( ০৪ অক্টোবর ২০২৩) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি এর শুভ উদ্বোধনও আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রায়হান কবির এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলেন, এই লাইব্রেরি আপনার আমার সকলের তাই সকলে মিলে মিশে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। এই প্রাচীনতম লাইব্রেরি পরিচালনা করতে সকলের একাত্বতা প্রয়োজন এই লাইব্রেরি তে আগামীতে সুন্দর একটি কমিটি করা হবে। সেই কমিটি পরিচালনা করে এই লাইব্রেরি।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল করিম মুক্তা, সিরাজগঞ্জে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক মো. ইসমাঈল হোসেন, নাট্য ব্যাক্তিত্ব ও অভিনেতা মোমিন বাবু, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারও একজেকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি মো. রিদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান, প্রসূন থিয়েটারের সভাপতি এডভোকেট মাহবুবে খোদা টুটুল, প্রমূখ। এছাড়াও সুসিল সমাজ, ও সাংস্কৃতিক অংগন ইলেকট্রনিক ও প্রন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।