সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি চত্বরে কবি ইন্দু সাহার ১৪২ তম গ্রন্থ ‘গল্প সমগ্র’র মোড়ক উন্মোচিত
সিরাজগঞ্জের অন্যতম কবি, সাহিত্যিক, নাট্যকার ও গীতিকার কবি ইন্দু সাহা। ২ নং খলিফাপট্টি একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে ১৯৪২ খ্রি: সময়ে তার জন্ম।
১৯৬৩ সালে মরহুম জনাব সাইফুল ইসলাম, আসকারুল হক ও ইন্দু সাহার সামন্বিত প্রচেষ্টায় “সাপ্তাহিক সমযুগ”নামে একটি পত্রিকা সিরাজগঞ্জ থেকে প্রকাশিত হয়। ১৯৬৪ সাল থেকে দেশের একমাত্র প্রগতিশীল সাহিত্য পত্রিকা মাসিক ‘পৃথিবী’র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে সাড়া জাগানো উপন্যাস ‘পলাশ কামিনী’ ছাপা হয়।তার প্রথম কবিতার বই “ঝড় আসছে”।
তিনি একাধারে কবি,নাট্যকার,প্রারম্ভিক ও গীতিকার ছিলেন,তার লেখা প্রায় ছয় হাজার গান রয়েছে।
৩০ জুন শনিবার পাবলিক লাইব্রেরি চত্বরে কবির সদ্য প্রকাশিত ১৪২ তম গ্রন্থ ‘গল্প সমগ্র’ প্রথম খন্ডের মোড়ক উন্মোচিত হল। মোড়ক উন্মোচনে সভাপতিত্ব করেন ছড়াকার সাইফুল ইসলাম।
কবির এই নিরালশ কলম যুদ্ধ ও তার চির সবুজের প্রয়াশ নতুন প্রজন্মকে আরো সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা আমাদের সকলের।