সিরাজগঞ্জ পাচঠাকুরী এলাকা যমুনানদীর ভাঙ্গন রোধে নদীর তীর সংরক্ষন কাজের উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সিমলা পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদীর ভাঙ্গন রোধে পাটাগ্রাম প্রকল্পের আওতায় নদী তীর সংরক্ষণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী এ কে এম সফিকুল হক, বগুড়া প ও র সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক আবদুল্লাহ আল ফায়াজ, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদ। ভয়াবহ ভাঙ্গন কবলিত উক্ত এলাকার মর্ফোলজিক্যাল অবস্থা এবং নদীতীর সংরক্ষন কাজটি বাস্তবায়ন ও আসন্ন বন্যা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত সার্বিক বিষয়াদি উপস্থাপন করেন, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
