সিরাজগঞ্জ তাড়াশে অল্প ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মায়ের মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে নৌকা প্রার্থীর কাছে পরাজিত হওয়ার খবর শুনে স্বতন্ত্র প্রার্থীর শতবর্ষী মায়ের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের মৃত মোনছের আলী সরকারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ।
স্থানীরা জানান, গত ৭ ফেব্রুয়ারি মাধাইনগর ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান সরকার ঘোড়া প্রতীক নিয়ে অল্প ভোটের ব্যবধানে নৌকা প্রার্থী হাবিলুর রহমান হাবিব’র কাছে পরাজিত হন। এমন খবর শুনে সইতে না পেরে ওইদিন রাত ৮ টার দিকে হান্নানের মা ব্রেইন স্টোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন। পরে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাস ভবনে তিনি মারা যান।
এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।