সিরাজগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) সদস্য কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইন সহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) রাত্রী সোয়া ১২ দিকে সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক ০১টি বিশেষ অভিযানে এস আই/ খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই/ মোঃ মেহেদী হাসান এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ থানাধীন তেলকুপি গ্রাম হতে মোঃ রিপন শেখ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারুক্তির ভিত্তিতে তার হেফাজতে থাকা ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রিপন শেখ (৩৩), পিতা- মোঃ সাতাল শেখ, সাং- সয়াধানগড়া মধ্যপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত আসামী মোঃ রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।