সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ডিজিএম এর রোষানলে পবিসের অসংখ্য কর্মচারী

সিরাজগঞ্জ প্রতিনিধি:মাকছুদা খাতুন

মিটার রিডার ভুইয়াগাতী জোনাল অফিস। মাত্র১৩দিন পুর্বে সিরাজগঞ্জ পবিস-১ সদর থেকে যোগদান করেন ভুইয়াগাতী জোনাল অফিসে। ১৩দিনের মাথায় আবারো বদলী হতে হয় পুর্বের অফিসে। জোনাল অফিসের ডিজিএম এর রোষানলে পড়েছেন আরো বেশ কয়েকজন কর্মচারী।

তাদেরকেও বদলি করা হয়েছে বিভিন্ন স্থানে।সুত্রে অভিযোগ-গত ২৮মে অত্র জোনালে ডিজিএম হিসাবে যোগদান করেন আব্দুল কুদ্দুস। যোগদানের পর থেকেই গ্রাহক হয়রানী বিদ্যুতের লোড শেডিং শুরু হয়। এমনকি গ্রাহক হয়রানীর কারনে অফিস ঘেরাও এর মতো ঘটনা ঘটে।

এছাড়া নিম্ন পদস্থ কর্মচারীদের সাথে শুরু হয় অশালীন আচরন।প্রতিবাদ করলেই দেওয়া বদলীর হুমকী। সুত্রে প্রকাশ-মিটার রিডারদের বর্তমানে সাড়ে ৩ হাজার রিডিং নেয়ার কথা রয়েছে। কিন্ত বর্তমানে তাদেরকে দিয়ে ৭ হাজার রিডিং নেয়ার চাপ দেয়া হয়।

কিন্ত মিডার রিডারগন এতে অাপত্তি জানায়। তারা শুক্রবারে পারিবারিক কাজসহ জুম্মার নামাজের দিন ছুটির আবেদন করে। কিন্ত ডিজিএম শুক্রবারে ছুটি দেয়া যাবেনা। এই ঘটনার প্রতিবাদ জানায় সদ্য যোগদানকারী মিটার রিডার শফিকুল ইসলাম। এই প্রতিবাদ
জানানোর সাথে সাথে সিরাজগঞ্জ পবিস-১ অফিসে তার নামে অভিযোগ পাঠানো হয়।

ফলে সদর অফিস তার তাৎক্ষনিক বদলির আদেশ প্রদান করেন। মঙ্গলবার সকালে তাকে ছাড়পত্র হাতে ধরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় উক্ত অফিসের লাইনম্যান শহিদুল ইসলাম ডিজিএম এর অনিয়মের প্রতিবাদ করায় তাকেও বদলী করা হয়েছে শাহজাদপুরের একটি প্রত্যন্ত এলাকায়।

তার ছেলে মেয়ে লেখা পড়া করে।বছরের মাঝামাঝি সময়ে তাকে বদলী করায় তিনি তার পরিবার নিয়ে হতাশায় রয়েছেন। তাকে দেওয়া হয়েছে ছাড়প্রত্র। এছাড়া আরো বেশ কয়েকজনকে শাস্থিমুলক বদলী করা হয়েছে। তার এই ক্ষমতার অপব্যাবহার নিম্নপদস্থ কর্মচারীদের চরম আতংক বিরাজ করছে।

সেই সাথে সাধারন গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। মিটার রিডার শফিকুল ইসলাম বলেন বর্তমানের মিটার রিডারদের শুক্রবারের ছুটিও দেয়া হচ্ছেনা। নামাজ পড়ার জন্য ছুটি চাওয়ায় আজ বদলী হতে হলো। লাইনম্যান শহিদুল ইসলাম বলেন, বছরের মাঝামাঝি সময়ে
বদলীর আদেশও হওয়ায় চরম বিপদগ্রস্থ এবং মানসিক দু:শ্চিন্তার মধ্যে আছি।

এব্যাপারে ডিজিএম আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অফিস নির্দেশনা না মানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।