সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর মালটিপারপার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ স্কাউটস, এর পরিচালনায় ও সিরাজগঞ্জ জেলা স্কাউটস, এর ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে রোববার (১০জুন) সকাল সাড়ে১০টায় দিন ব্যাপী ১৬ তম,জেলা মালটিপারপার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
১৬ তম জেলা মালটিপারপার্স ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা মালটিপারপার্স ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সভাপতি ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহকারী কমিশনার মোঃ রেজোয়ান হোসেন, বাংলাদেশ স্কাউটস বগুড়া সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
বাংলাদেশ স্কাউটস, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পাবনা, জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার সম্পাদক সরকার ছানোয়ার হোসেন, ( এল,টি) কোষাধ্যক্ষ লোকমান হোসেন, স্কাউটস, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম ,
অনুষ্ঠান পরিচালনা করেন,
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার লিডার অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ খালেকুজ্জামান খান ( এ,এল,টি)।
উক্ত মালটিপারপার্স ওয়ার্কশপে জেলা ও সকল উপজেলা হতে কমিশনার, সহকারী কমিশনার, সম্পাদক, কাব লিডার, এবং স্কাউট, লিডারগণ অংশগ্রহণ করেন।