সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
স্বাধীন বাংলার স্হপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহীদের স্মরণ উপলক্ষে – বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে জাতীয় শোক ও স্মরণ সভায় দোয়া,এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়েছে। শনিবার ( ৩১আগস্ট ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম,মনসুুর আলী অডিটোরিয়ামে ওই শোক ও স্মরণসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর-কামার খন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি শোকসভায় বলেন, বঙ্গবন্ধু সহ সপরিবারে নিহতকারীদের বাকিদের ও বিচার করা হবে এই বাংলার মাটিতেই । আর শোককে শক্তিতে পরিণত করে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে ।
তিন আরো বলেন, বিএনপি-জামাত স্বাধীনতাা বিরোধী দল, দলছুট, ঘরছুট দল, গণতান্ত্রিক দল নয়, জিয়াউর রহমান বহু সেনা খুন করেছে, বন্দুকের নলে ক্ষমতায় এসোছিল, বিএনপি বিচার বিচার বিশ্বাস করেনা, তাদের নেতা (জিয়া) হত্যার বিচারই চায়না। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সভাপতি আহসান হাবিব খোকা ও সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমার দাস,আলহাজ্ব মোস্তফা কামাল খান, এ্যাডঃ আব্দুর রহমান, আলহাজ্ব ইসহাক আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোরহাব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন , জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানন অধ্যাপিকা হাসনা হেনা, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ রাশেদ ইউসুফ জুয়েল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ। ।