সিরাজগঞ্জ জেলা যুবদলের নানা আয়োজনে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে দলের ঐতিহ্যবাহী গৌরবময় ও সংগ্রামের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
শনিবার (২৭ অক্টোবর’১৮) সকালে সিরাজগঞ্জ শহরের ই,বি রোডস্হ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,ভাসানীমিলনায়তনের সামনে বেলুন ওফেস্টুন উড়ানো,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান,দলীয় কার্যালয়ে সন্ধ্যায় আলোকসজ্জা,ও সকাল ১১টায় ভাসানী মিলনায়তনের সবুজ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু। সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ মোকাদ্দেস আলী, মজিবর রহমান লেবু, বীরমুক্তি যোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ন-সম্পাদক শামীম খান, সাংবাদিক হারুনার -অর-রশীদ খান হাসান,খ.ম.রকিবুল হাসান রতন, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফাজামান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, যুগ্ন-সম্পাদক মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল আলীম, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত,সাধারণ সম্পাদদক তৌহিদুল আলম, পৌর যুবদলের সজীব খান, সাধারণ সম্পাদক
আলামিন প্রামানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, সাধারণ সম্পাদদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।
ক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আশু মুক্তি দিয়ে সংসদ ভেঙে,নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন দিতে হবে। এ দাবি শুধু বিএনপি’র নয়, দেশের জনগণের। এ জন্য ৭ দফা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, এতে সরকার সাড়া না দিলে জনগণকে সাথে নিয়ে দাবী আদায় করা হবে।