সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৫৫নেতাকর্মীর জামিন।
আজিজুর রহমান মুন্না ঃসিরাজগঞ্জ
সরকারী কাজে বাঁধাদান, পুলিশের উপর হামলা ও পুলিশের পিকআপভ্যান ভাংচুরের ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৫৫ নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার (২৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও মহী উদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ ওই নেতাকর্মীদের জামিনদেন। জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এতথ্য নিশ্চিত করেছেন। জামিন পাওয়া বিএনপির ওই নেতাদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান আনিস (তাঁতী আনিস) জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও সাংগঠনিক আব্দুল আলিম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন খান ও সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিলো। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৪ পুলিশ আহত ও পুলিশ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ১৭৩ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। আজ এই মামলার ১৭৩ আসামীর মধ্যে হাইকোর্ট ১৫৫ জনকে জামিন দিয়েছে। ১৫ জন ইতিমধ্যে জামিন পেয়েছেন। বিএনপির ৩কর্মী কারাগারে আটক রয়েছন।