সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যোগে কালো পতাকা মিছিল

রবিবার সকালে সিরাজগঞ্জে ইবি রোডে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগষ্ঠ গ্রেনেড হামলা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিল করা হয়েছে। সকালে স্থানীয় ভাসানি মিলনায়তন চত্বরে কালো পতাকা মিছিলে অংশ নিতে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমবেত হয়।

পরে সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিল বের করে। কালো পতাকা মিছিলটি ইবি রোডের রাস্তা দিয়ে বিএনপি অফিসে যেয়ে শেষ হয় । সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান,যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন।