সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ মিনার পরিছন্ন কর্মসূচী পালন
স্টাফ রির্পোটার :
স্মৃতির মিনার মোর পবিত্র,আমরা রাখব সমুন্নত এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শহীদ মিনার পরিস্কার পরিছন্ন কর্মসুচী পালন করেছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।
রবিবার (১৩ জানুয়ারি-২০১৯) বিকেলে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে শহীদ মিনার পরিস্কার কর্মসুচির শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফিরোজ মাহমুদ।

এসময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ পথ নাটক পরিষদের আহবায়ক গাজী আশরাফুল ইসলাম চৌধুরি জগলু,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু,সাধারন সম্পাদক ইমরান মুরাদ,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক ও নাট্য ফেডারেশনের সাংগঠনকি সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের যুগ্ন -সম্পাদক কার্তিক বর্মন,অর্থ সম্পাদক সঞ্জীব সরকার,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহেদ সেলিম খানসহ সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিরাজগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপান ও তার আশপাশ এলাকা পরিস্কার পরিছন্ন করা হয়। এসময় বক্তরা বলেন মহান ভাষা শহীদদের মর্যাদা সমুন্নত রাখা আর নিয়মিত শহীদ মিনার পরিছন্ন রাখান জন্য প্রতিকি এই পরিছন্ন কর্মসুচীর মাধ্যমে সাধারন মানুষের মধ্যে দেশ প্রেম আরো বৃদ্ধি পাবে।