সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে, শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে, শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সুবর্ণ অহংকারে অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা এড.বিমল কুমার দাস,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসাহাক আলী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহরাব আলী সরকার,গাজী সফিকুল ইসলাম সফি,গাজী আমিনুল হক,সাবেক জেলা ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রধান রংপুর বিভাগ ড.জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভায় বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। প্রাথমিক ভাবে পাক হানাদার বাহিনীর উদ্যেশ্য সফল হলেও দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শূন্যতা পূরণ করে আজ সফলতায় পৌঁছিয়েছেন। স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতা বিরোধীরা আজও বাংলাদেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। এসব চক্রান্ত স্ব-মূলে নির্মূল করার লক্ষে আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় জীবন গড়ার প্রত্যয় জ্ঞাপন করেন।