সিরাজগঞ্জ জেলা পুলিশের ৩টি নতুন ডবল ক্যাবিন পিকআপ গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (১৮-মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স হতে বরাদ্দকৃত সিরাজগঞ্জ জেলা পুলিশের জন্য ৩টি নতুন ডবল ক্যাবিন পিকআপ গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার হাসিবুল আলম। এসময় তিনি এসব নতুন গাড়ির চাবি চালকদের হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, আধুনিক মানের গাড়িগুলো পাওয়ায় পুলিশের কিছুটা হলেও সমস্যার সমাধান হবে ও জেলা পুলিশের কাজের গতি বাড়বে। পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ হেডকোয়ার্টার্স সহ গাড়ি প্রদানের সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলায় এই ৩টি নতুন ডবল ক্যাবিন পিকআপ গাড়ি পাওয়ায় পুলিশের কাজে আরও গতিশীলতা আসবে এবং আরো বেশি মনোবল বাড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
