সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন রমজান উপলক্ষে খেজুর বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন রমজান উপলক্ষে খেজুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২-এপ্রিল) ২০২১ পুলিশ লাইনস্, সিরাজগঞ্জ-এ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি থানায় ৬ কেজি করে মোট ৭২ কেজি, পুলিশ লাইনসে অবস্থানরত সকল অফিসার ও ফোর্সদের জন্য ১৩০ কেজিসহ সর্বমোট=২৫০ কেজি খেজুর সিরাজগঞ্জ জেলা পুলিশের অফিসার-ফোর্সের মধ্যে বিতরণ করেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
উক্ত খেজুর বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর),
শরাফত ইসলাম, সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।