সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে ৫’শতাধিক কম্বল বিতরণ
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে ৫ ‘শতাধিক শীতার্থ গরীব, অসহায় মানুুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি -২০১৯)বিকেলে সিরাজগঞ্জ শহরের জুবলী রোডস্থ আলীলজ বাসভবনে জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না এ কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ সাংবাদিক হেলাল উদ্দিন, প্যানেল মেয়র-৩ ও জেলা যুব মহিলালীগের আহবায়ক রোমানা রেশমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নাজমুল হুদা টিটু,জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা শিউলী, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম বিটু, পৌর কাউন্সিলর ও পৌর যুব মহিলালীগের সভাপতি নাছিমা বেগম ও সাধারণ সম্পাদক আফরিন স্বর্ণা অনেকে।