সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে নব -নির্বাচিত রিজভী-ডাবলু পরিষদের সভাপতি একরামুল হক রিজভী ও সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী ডাবলু সহ ১৩ জন রোববার (৫মে ২০২৯) বিকালে নিউ ঢাকা রোডস্থ তাদের নিজস্ব কার্যালয়ে দায়িত্ব গ্রহন করেছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ সংগঠনের দায়িত্ব প্রাপ্ত নতুন সভাপতি একরামুল হক রিজভী ও সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী ডাবলু সহ ১৩ সদস্য নতুন কমিটির সকলকে ফুলের তোরা দিয়ে বরণের মধ্য দিয়ে এই দায়িত্ব হতান্তর করেন। এসময় তিনি তার বক্তব্যে নতুন দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি শুভকামনা রেখে সহায়ক কমিটি কে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নতুন পরিষদ সবার সার্বিক সেবা করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। তাছাও ভবিষ্যতে সর্বদা পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। এসময় তিনি তার দায়িত্বে থাকা কালীন সময়ের আয়- ব্যয় ও উপস্থাপন করেন। সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ, উপস্থিত সাংবাদিকদের সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সঠিক ভাবে সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সবাইকে সাথে রেখে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেন। এসময় সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদকে তার কাজের যথাযথ সম্মাননা পূর্বক ক্রেষ্ট প্রদান করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সহ-সভাপতি আব্দুল হক মিয়া, সহ- সভাপতি জিন্নাতুল আলম সম্রাট, সহ- সাধারন সম্পাদক হাসানুল হক রিপন, সহ -সাধারন সম্পাদক মোঃ রাশিদুল হাসান রাসেদ , সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সড়ক ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ঝন্টু, কার্যকরী সদস্য খাজা আবু মারুফ চৌধুরী, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য হাজী শাহীন সহ কয়েকজন সাংবাদিক উপস্হিত ছিলেন ।