সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (৯ জুন) সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডস্হ সংগঠনের কার্যালয়ে দিন ব্যাপী ওই নির্বাচনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন- সভাপতি পদে আকমল হোসেন (খেজুরগাছ), কার্যকরী সভাপতি আব্দুল মালেক (গরুরগাড়ী),সহ-সভাপতি পদে সিরাজুল হক সেরু (বালতি),
সাধারণ সম্পাদক পদে -নূরুল ইসলাম মুন্সী (দোয়াতকলম), যুগ্ন-সম্পাদক খ.ম দিদার আলম (তালপাখা),সহ-সম্পাদক আলাউদ্দীন আলী (কাটারী), সাংগঠনিক সম্পাদক -আব্দুল ওয়াহাব (হরিণ), দপ্তর সম্পাদক আলামিন সেখ (আনারস), কোষাধ্যক্ষ সম্পাদক-সংকর সরকার (তালাচাবি),সড়ক সম্পাদক হাসেম আলী( গাভী), প্রচার ও পূর্ণাবাসন সম্পাদক -হাবিবুর রহমান (রিক্সা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম (লাঙ্গল), কার্যকরী সদস্যরা হলেন- হামিদুল ইসলাম (গোলাপফুল),জাহাঙ্গীর আলম (বেলচা), বিশা সেখ (হাতুরী) মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।
বেসরকারীভাবে এ ফলাফল নিশ্চিত করে জানান, প্রধান নির্বাচন কমিশনার বেল্লাল হোসেন, নির্বাচন কমিশনার দুলাল হোসেন ও কসির উদ্দীন খান।
মোট ভোটার সংখ্যা ছিলো ৩ হাজার ১’শ ৪৩ জন, ভোট প্রয়োগ করেন, ২ হাজার ৭’শ, ৫৭ জন।