সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

খেলা ধুলার বিকল্প নাই, মাদক মুক্ত সিরাজগঞ্জ চাই, এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বয়সভিত্তিক খেলোয়াড় পাক বাছাই অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ২০২১ সিরাজগন্জ জেলার অনুধ্ব বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় ১৪,১৬ ও ১৮ প্রাক -বাছাই কার্যক্রম শুরু অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ম -সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, জেলা ক্রিয়া সংস্থা নির্বাহী সদস্য এনামুল হক, আল- আমিন শেখ, হাফিজুল ইসলাম হাফিজ, সন্টু গুণ, সহ একরাম, রেজাউল ইসলাম, আব্দুল্লা আল মামুম, এবং এ অনূর্ধ্ব -১৪, ১৬, ১৮ খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন

এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা বলেন, আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. ফারুক আহাম্মদ স্যার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ভাই সহ সকল সদস্যদের কে ধন্যবাদ জানাই যে তারা এ ধরনের বয়স ভিক্তিক খেলোয়াড় বাছাই এর উদ্যোগ নিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাদক থেকে বিরত রাখে। শরীর সুস্থ মন রাখতে খেলাধুলা পাশাপাশি লেখা পড়া করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্ব পূণ ভূমিকা রাখা যায়। আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তৈরি লক্ষে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বয়সভিত্তিক খেলোয়াড় প্রাক বাছাই করা হচ্ছে।