সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে তায়কোয়ানদো ক্লাবের রানার্স বিজয়ীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে তায়কোয়ানদো ক্লাব ট্রাস্ট ব্যাংক ২০ তম জাতীয় সিনিয়র /জুনিয়র তায়কোয়ানদো প্রতিযোগিতা-২০২২ রানার্সআপ বিজয়ীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি -২০২৩) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেড ভবনে সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবে এক সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্সআপ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের কনসালট্যান্ট (সার্জারী) ডাঃ কে. এইচ. মুরাদ, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা সিদ্দিকা অপু প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ এবং অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং সঞ্চালনা করেন, জেলা তায়কোয়ানদো ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এসময়ে আরো সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের রানার্স বিজয়ী সদস্য /সদস্যরা প্রধান অতিথিকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে আনন্দ উপভোগ করেন ।