সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌরকাউন্সিলর গোলাম কিবরিয়া গ্রেফতার
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
নাশকতার মামলায় সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দিনগত রাতে শহরের সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গোলাম কিবরিয়া আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাড়িতে সোমবারের পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার গভীর রাতে তাকে তার সয়াধান গড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।