সিরাজগঞ্জ জেলা কারাগারে তৈরি হয় উন্নতমানের মিষ্টি
স্টাফরিপোর্টার ঃ
সিরাজগঞ্জ জেলা কারাগারে উন্নতমানের মিষ্টি তৈরি করা হচ্ছে। কারাবন্দিদের তৈরি করা এ মিষ্টি কারা ক্যান্টিন ও কারা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিক্রি হচ্ছে। জেলার শাহাদৎ হোসেন জানান, বন্দিদের মধ্যে বিশেষ প্রশিক্ষণ শেষে এই উন্নতমানের মিষ্টি তৈরি করা হচ্ছে প্রায় ২ সপ্তাহ ধরে। মিষ্টিগুলোর মধ্যে রসগোল্লা ও শুকনো মিষ্টি উল্লেখযোগ্য। তিনি আরো বলেন, জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে স্থানীয় ডেইরি ফার্মের দুধ কিনে প্রতিদিন এই উন্নতমানের মিষ্টি তৈরি করা হচ্ছে। একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি বেল্লালসহ ৭/৮ জন বন্দি এই মিষ্টি কারখানায় কাজ করছেন। এর আগে কারাগারে উন্নতমানের চুটকি সেমাই, জলপাই আচার ও বিভিন্ন ধরনের উন্নতমানের ব্যাগ তৈরির কারখানা চালু করা হয়। এসব তৈরি করা সামগ্রী কারাগার ক্যান্টিনসহ বাইরেও বিক্রি করা হচ্ছে এবং কারাবন্দিরাই এ মিষ্টি নির্ধারিত মূল্যে ক্রয় করে খাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।