সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ ধরে ২৫ বছরে পা দিয়ে “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ” বঙ্গবন্ধু’ কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
এ উপলক্ষে -সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে ।
শনিবার (২৭ জুুুুলাই) সকালে শহরের এস,এস রোডস্হ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নূরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ ও সকাল ১১ টায় জেলা আওয়ামীগের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ রজত জয়ন্তী অনুুুষ্ঠানের র্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সদর- কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আলহাাজ্ব মোস্তফা কামাল খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন
পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারাণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ -সভাপতি সাদি প্রমুখ।
এরআগে সকাল ৬টায় জেলা কার্যালয়সহ উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।